শক্তিশালী পাসপোর্টের তালিকায় উন্নতি হলেও সুদানের নিচে বাংলাদেশ
পাসপোর্টের গ্লোবাল র্যাঙ্কিং প্রকাশ
২০২২ সালের বিশ্বের শক্তিশালী পাসপোর্টের গ্লোবাল র্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’। মঙ্গলবার বিশ্বের ১৯৯ টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করে ব্রিটিশ এই পরামর্শক প্রতিষ্ঠান। নতুন প্রকাশিত সূচকে দেখা যাচ্ছে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় মাত্র চার ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট।
২০২১ সালে বিশ্ব সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০৮ তম। ওই বছর বাংলাদেশের নাগরিকরা ভিসা ফ্রি বা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পেতেন ৪০ টি দেশে। ২০২২ সালের প্রকাশিত সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১০৪ তম। বর্তমানে ৪১ টি দেশে ভিসা ফ্রি ভ্রমণের সুবিধা পেয়ে থাকে বাংলাদেশ। মোট ১১২ টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৪ তম স্থানে রয়েছে। দশ বছর আগে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ৯৩ তম।
বাংলাদেশের সাথে একই অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়া। তবে বর্তমানে অর্থনৈতিক সঙ্কটে থাকা শ্রীলঙ্কার পাসপোর্টের অবস্থান বাংলাদেশের চেয়ে এক ধাপ ওপরে আছে। অন্যদিকে এ সূচকে প্রথম স্থানে আছে এশিয়ারই দেশ জাপান, দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি ও স্পেন।
পাসপোর্টের গ্লোবাল র্যাঙ্ককে বাংলাদেশ:
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এ বছর চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট সূচকে ২০২২ সালে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১০৪ তম। ২০২১ সালে এ অবস্থান ছিল ১০৮ তম। বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে অগ্রিম ভিসা ছাড়াই বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করা যাবে ৪১ টি দেশ। গত বছর অন অ্যারাইভাল ভিসা পাওয়া যেত ৪০ টি দেশের। এ বছর বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে আরও কসোভো এবং লিবিয়া।
পাসপোর্টের গ্লোবাল র্যাঙ্ককে ভারত
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতীয় পাসপোর্ট এখন ৮৭ তম স্থানে আছে। দেশটির নাগরিকরা ৬০ টি দেশে ভিসা ফ্রি ভ্রমণের (বা ভিসা অন অ্যারাইভাল সহ) অনুমতি পাবে। অন্যদিকে মারাত্মক অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে থাকা শ্রীলংকা ও লেবানন যৌথভাবে ১০৩ তম স্থানে রয়েছে। এই দেশগুলোর নাগরিকরা ৪২ টি গন্তব্যে ভিসা ফ্রি (বা ভিসা অন অ্যারাইভাল সহ) ভ্রমণ করতে পারেন।
পাসপোর্ট সূচকে বাংলাদেশের নিচে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- উত্তর কোরিয়া, নেপাল, ফিলিস্তিন, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া, ইরাক ও আফগানিস্তান।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের দশ দেশ:
১. জাপান
২. সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া (যৌথভাবে)
৩. জার্মানি, স্পেন
৪ ফিনল্যান্ড, ইতালি লুক্সেমবার্গ
৫. অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন
৬. ফ্রান্স, আইসল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্য
৭. বেলজিয়াম, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র
৮. অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, গ্রিস, মাল্টা
৯. হাঙ্গেরি
১০. লিথুয়ানিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া
বিশ্বের সবচেয়ে দুর্বল দশ দেশের পাসপোর্ট:
১. আফগানিস্তান
২. ইরাক
৩. সিরিয়া
৪. পাকিস্তান
৫. ইয়েমেন
৬. সোমালিয়া
৭. নেপাল, ফিলিস্তিনি ভূখণ্ড
৮. উত্তর কোরিয়া
৯. বাংলাদেশ, কসোভো, লিবিয়া
১০. কঙ্গো, লেবানন, শ্রীলঙ্কা, সুদান
সূত্র: আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্যের ওপর ভিত্তি করে হেনলি পাসপোর্ট ইনডেক্স তৈরি করা হয়।